জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ করার পথে হাঁটছে যুক্তরাষ্ট্র।
চীন ভিত্তিক প্রতিষ্ঠানটিকে নিষিদ্ধ করতে স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
৩৫২-৬৫ ভোটে এই বিলটি পাস হওয়ার পর এখন তা সিনেটের অনুমোদন পাওয়ার অপেক্ষায়। এরপর প্রেসিডেন্ট জো বাইডেন সই করলে বিষয়টি আইনে পরিণত হবে।
কর্তৃপক্ষ বলছে, টিকটকের মূল সংস্থা বাইটড্যান্সের নিয়ন্ত্রণে থাকা অংশ বিক্রি করতে ছয় মাস সময় দেবে যুক্তরাষ্ট্র, এর মধ্যে বিষয়টি সমাধান না হলে টিকটক ব্লক করে দেবে তারা।
আইনপ্রণেতারা টিকটকের ওপর চীনের প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন। ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় টিকটকে, যুক্তরাষ্ট্রে এর ব্যবহারকারী ১৭০ মিলিয়নেরও বেশি।